GoDaddy Gets Hacked Again, 28,000 Users Are Affected This Time Around
বড়সড় বিপদের মুখে ইন্টারনেট বিশ্ব! বিশ্বের বৃহত্তম ডোমেন রেজিস্ট্রার Godaddy-এর ১৯ মিলিয়ন গ্রাহকের ওয়েব হোস্টিং অ্যাকাউন্টের তথ্য ফাস হয়েছে বলে জানা গেছে। 

এই সংস্থাটি 19 মিলিয়নেরও বেশি গ্রাহক, 77 মিলিয়ন ডোমেন পরিচালনা করছেন এবং কয়েক মিলিয়ন ওয়েবসাইট হোস্ট করেছেন ইতিমধ্যে। গত ৫ই মে এই সংস্থা জানায় তাদের সংস্থাটি Hacked হয়ে গিয়েছে। 

এর জন্য Godaddy গ্রাহকদের অতিরিক্ত আতঙ্কিত না হয়ে নিজেদের অ্যাকাউন্টটিকে পুনরায় লগ-ইন করতে বলেছেন এবং তাদের ব্যাক্তিগত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা দেখতে বলেছে। যদি তথ্য ঠিক থাকে তবে গ্রাহকদের Password টিকে একবার পরিবর্তন করে নিতে বলেছেন। 

আর যদি কারো অ্যাকাউন্ট ব্যাবহার করতে সমস্যার সৃষ্টি হয় তবে তাকে সংস্থার দেওয়া সহায়তা নাম্বারে যোগাযোগ করতে বলেছেন। যোগাযোগ নাম্বারঃ 040 67607600

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে- ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে পরিষেবা প্রদান করা হবে।