করোনা পরিস্থিতির জেরে লক ডাউন আর এর ফলে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। করোনার থাবা দিনের পর দিন বেড়েই চলছে। করোনা পরিস্থিতিতে দেশের শেয়ার বাজারের অবস্থা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুডিজ ২০২১ সালে দেশের আর্থিক বৃদ্ধি শূন্য হবে বলে জানিয়েছে। বেড়েছে উদ্বেগ। 

করোনা পরিস্থিতিেত দেশে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে শেয়ার কেনাবেচায় দুটি নতুন ফিচারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা NSE-IFSC এবং GIFT এর শেয়ার কেনাবেচার সংস্থায় টাকা এবং ডলার উভয় মাধ্যমেই শেয়ার কেনাবেচার ফিচার লঞ্চ করেন তিনি।

২২ ঘণ্টার কাজ করে এই ফিচার দুটি। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই ২২ ঘণ্টার মধ্যে শেয়ার কেনাবেচা করা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজার ধরতে এই নতুন ফিচার অনেকটাই সুবিধা তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতি বিদরা।