Sachin Tendulkar helps out 4,000 underprivileged people during coronavirus lockdown
সংগঠনটি টুইটারে একটি বার্তা দিয়ে তাঁর অবদানের জন্য টেন্ডুলকারকে ধন্যবাদ জানিয়েছেন -যে আর্থিক সহায়তায় তারা বৃহৎ মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রয়োজনীয় ব্যক্তিদের সাহায্য করতে সহায়তা করবে।
শচিন ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে টিম হাই ৫ কে শুভেচ্ছাও জানিয়েছেন।
Best wishes to team Hi5 for your efforts in supporting families of daily wage earners. https://t.co/bA1XdQIFhC— Sachin Tendulkar (@sachin_rt) May 8, 2020
Social Plugin