সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে কেন্দ্র সরকার Rashtriya Sikhshit Berojgar Yojona নামে একটি প্রকল্প চালু করেছে যাতে সমস্ত রেশনকার্ডধারী প্রত্যেক নাগরিকদের ৫০ হাজার টাকার রিলিফ প্যাকেজ দেওয়া হবে। যেখান বলা হয়েছে:

১) দেশের সমস্ত রেশনকার্ডধারী দরিদ্র প্রবীণ নাগরিক, বিধবা, কৃষক, দিনমজুর এবং চাকুরিহীন দের জন্য এই প্রকল্প।
২) এই প্রকল্প শুধুমাত্র প্রথম চল্লিশ হাজার আবেদনকারীকেই দেওয়া হবে।
৩) অনলাইনে ৫০ হাজার টাকার রিলিফ প্যাকেজ দেওয়া হবে।

যদিও এই খবর পুরোটাই মিথ্যা। ভারত সরকারের পিআইবি এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে,"খবরটি সম্পূর্ণ মিথ্যায়। সরকারের তরফে এরকম কোন প্রকল্প বা যোজনার ঘটনা করা হয়নি। এইধরনের ফেক এবং প্রতারণাকারী সাইট থেকে সতর্ক থাকুন, প্রতারকরা এইভাবে আপনার ব্যাক্তিগত তথ্য জোগাড় করছে।"