হায়দ্রাবাদ ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) –র রিসার্চ সেন্টার (আরসিআই) অতিবেগুনী রশ্মির সাহায্যে একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছে। যেখানে স্বয়ংক্রিয় ব্যবস্থায় মোবাইল ফোন, আইপ্যাড, ল্যাপটপ, টাকা, চেকের পাতা, চালান, পাশবই, কাগজ, খাম ইত্যাদি করোনা সংক্রমণ থেকে মুক্ত করা যাবে।
ডিফেন্স রিসার্চ আল্ট্রাভায়োলেট স্যানিটাইজার বা দ্রুভস নামে এই যন্ত্রটিতে একটি ক্যাবিনেট রয়েছে, যেখানে একটি ড্রয়ারের মধ্যে এই সমস্ত জিনিসপত্র রাখলে পরে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, তারপর এর মধ্যে অতিবেগুনী রশ্মি, ঐ জিনিসগুলিকে সংক্রমণ মুক্ত করে।
আরসিআই, নোটক্লিন নামে আরেকটি টাকা করোনা সংক্রমণ মুক্ত করার যন্ত্র তৈরি করেছে। যেখানে অতিবেগুনী রশ্মির মাধ্যমে টাকাকে সংক্রমণ মুক্ত করা যাবে।
এই দুই প্রযুক্তি বর্তমান সময়ে এবং আগামীদিনেও বেশ প্রয়োজনীয় উদ্ভাবন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
এই দুই প্রযুক্তি বর্তমান সময়ে এবং আগামীদিনেও বেশ প্রয়োজনীয় উদ্ভাবন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
Social Plugin