Latest News

6/recent/ticker-posts

Ad Code

রমজান মাসে অসহায় দুঃস্থ পরিবারের পাশে চিকিৎসক উজ্জ্বল আচার্য


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ করোনা সংক্রমণের জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের মাঝেই আরম্ভ হয়েছে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। রমজান মাসের ৩০টি দিন রোজা রেখে ইবাদত করার নিয়ম মুসলিমদের। এই পবিত্র মাসে লক ডাউনের জেরে বহু মানুষ পর্যাপ্ত খাবার যোগাতে পারছে না, ফলে অনেক কষ্টে তাঁদের কাটছে। এবার তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সীমান্তবর্তী শহর দিনহাটার চিকিৎসক উজ্জ্বল আচার্য। 

এদিন, দিনহাটার 16 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি দুঃস্থ পরিবারের হাতে মুড়ি, ছোলা, মটর, খেজুর, মিল্ক পাউডার, সুজি, চিনি, কলা, তরমুজ প্রদান করলেন চিকিৎসক উজ্জ্বল আচার্য। ইফতারসামগ্রী প্রদানের সময় চিকিৎসকের সঙ্গে ছিলেন কাউন্সিলর গোপাল সাহা, লেলিনুর হোসেন, সইদুল মিয়া, নয়মুল হক, আবু আরশাদ আয়ুব, বাবু সোম, সঞ্জীব সাহা, মৃণাল রায় প্রমূখ। 

পবিত্র রমজান মাসে তাঁদের পাশে থাকতে পেরে যেমন খুশি চিকিৎসক উজ্জ্বল আচার্যসহ উপস্থিত সকলে পাশাপাশি বেশ খুশি প্রাপকরা। সকলেই চিকিৎসকের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 16 নম্বর ওয়ার্ড জান্নাতি মসজিদ কর্তৃপক্ষও ভূয়সী প্রশংসা করেন ।

Ad Code