করোনার দাপটে সারা বিশ্ব কাঁপছে। ভারতেও করোনা সংক্রমণ রুখতে চলছে লক ডাউন। লক ডাউনের মাঝেই আরম্ভ হয়েছিল ইসলাম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান মাস। রমজান শেষে পবিত্র ইদ- উল- ফিতর। যেহেতু লক ডাউন তাই সরকার ও বিভিন্ন ইসলাম সংগঠন ঘরে থেকেই নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন। 

এদিকে, পবিত্র ঈদের শুভ সন্ধিক্ষনের প্রাকমুহুর্তের খুশিকে ভাগ করে নিতে দিনহাটার ৮ নং ওয়ার্ড ও ১৬ নং ওয়ার্ডের লকডাউনের ফলে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া গরীব অসহায় ১২০ জন মুসলীম ধর্মালম্বী ধর্মপ্রান মানুষদেরকে পবিত্র ঈদের উপহার হিসাবে পুরুষদের জন্য লুঙ্গী , মেয়েদের জন্য হিজাব , মহিলাদের কে শাড়ি প্রদান করলেন দিনাহাটার ডাক্তার বাবু অজয় মণ্ডল। বিগত দিনেও বহু বার তাঁর সমাজের প্রতি দায়িত্ব পরায়ণ মানসিকতা ফুটে উঠেছে আমাদের ক্যামেরায়। সবাইকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে অসহায় মানুষদের ঈদের আনন্দ উপভোগ করাতেই ডাক্তারবাবুর এই উদ্যোগ। ডাক্তারবাবু পাশাপাশি টিমের সকল সদস্য আজিজুল হক , শিবু শর্মা, অর্ঘ সরকার, পার্থ্য চক্রবর্তী, মনোজ দে , অজয় , দেবাশিষ রায় , রাজু রায়দেরকে ধন্যবাদ জানিয়েছেন এই মহৎ কর্মে সাহায্যের জন্য । এছাড়াও, এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাজাহান, ললিনুর হোসেন , অভিষেক ঘোষ , জলিল আহমেদ। 

ঈদের প্রাককালে এই দ্রব্য সামগ্রী পেয়ে বেশ খুশি প্রাপকরা।