করোনার থাবায় চলছে লক ডাউন। আর লক ডাউনের কোপে এবারের ঈদ উৎসব বাড়িতে থেকেই করার বার্তা দিয়েছে সরকার থেকে সকল মুসলিম সংগঠন ও ইমাম সংগঠন। বাড়িতে থেকে ঈদ করতে হলেও আনন্দে যেন কম না থাকে সেই কথাকে মাথায় রেখেই সাধারন দুঃস্থ পরিবারদের হাতে ঈদ উৎসবের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করলো মুর্শিদাবাদের ডোমকল তৃণমূল ।
এদিন, ডোমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রায় ৯৫০টি পরিবারের হাতে খাদ্য ও বস্ত্র বিতরণ হল। শাড়ি, লুঙ্গি ,চাল ,ডাল ,চিনি ,বুদিয়া, সাধারণ দুঃস্থ গরিব দের হাতে তুলে দিলেন।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি এবং সংসদ মাননীয় জনাব আবু তাহের খান মহাশয় এবং ডোমকল পৌরসভার চেয়ারম্যান জফিকুল ইসলাম মহাশয় ও ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল মহাশয় ,
দলনেতা আলম খান সহ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ও নুর আবুল হক , সহ আরো বিশিষ্ট কর্মীবৃন্দ তৃণমূলের উপস্থিত হয়েছিলেন ।
এই খাদ্য সামগ্রী ও বস্ত্র পেয়ে বেশ খুশি এলাকার মানুষজন। পাশাপাশি, ধন্যবাদ জানান ডোমকল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীকেও।
Social Plugin