ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। লক ডাউনের মধ্যেই শুরু হয়েছে আর শেষও হতে চলেছে রমজান মাস। রমজান মাস শেষ হলেই পবিত্র ঈদ- উল- ফিতর। লক ডাউনের জেরে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে তাই এবার একসাথে এক মাঠে নামাজ পড়ে কোলাকুলি করা হচ্ছে না। করোনার ভয়াল থাবা এখনও অব্যাহত ভারতে। তাই ঘরে বসেই ঈদ উৎসব পালন করতে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন, সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ইদে প্রত্যেকবার আমি নমাজে যোগ দিই। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। বাড়িতে বসে ইদ উৎসব পালন করুন। পয়লা বৈশাখেও কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। সংক্রমণ রুখতে বাড়ি থেকেই প্রার্থনা করুন। কারও উস্কানিতে কান দেবেন না।’

তিনি আরও বলেন, আমি হাতজোড় করে অনুরোধ করছি, মসজিদ থেকে ইমাম সাহেব যখন আজান দেবেন তখন বাড়িতে থেকেই প্রার্থনা করুন। এবার রেড রোডেও ইদের নামাজ হবে না। আমি নিজে পহেলা বৈশাখের আগে কালীবাড়ি যাই পুজো দিতে। এবার যাইনি।