UNION HRD MINISTER ANNOUNCES DATES OF REMAINING EXAMINATIONS FOR CLASS X AND XII

করোনা আবহে স্থগিত হয়ে যাওয়া CBSE এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই এর মধ্যে সম্পন্ন হবে অবশিষ্ট পরীক্ষাগুলি। এবার প্রতিটি বিষয়ের পরীক্ষার সময়নির্ঘন্ট প্রকাশ করলো কেন্দ্রীয় মধশিক্ষা বোর্ড।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’,  সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষার সময়সূচী ঘোষণা করেন। মন্ত্রী জানান, দশম শ্রেণীর পরীক্ষা শুধুমাত্র উত্তর – পূর্ব দিল্লির ছাত্র – ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি উত্তর – পূর্ব দিল্লি সহ সারা দেশের ছাত্র – ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে, সকাল ১০টা ৩০ থেকে। চলবে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত।


মন্ত্রী জানান, পরীক্ষার দিন ঘোষণার আগে ছাত্র – ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রচুর সময় পাবে। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে সিবিএসসি-কে নজর রাখতে বলা হয়েছে, যাতে ছাত্র – ছাত্রী এবং শিক্ষক, শিক্ষিকারা সুস্থ থাকেন। মন্ত্রী, সমস্ত ছাত্র – ছাত্রীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। 

দেখে নিন দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি: