Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা ভাইরাসে বিপন্ন অসহায় মানুষের পাশে দাড়াল 'বৈশাখী উৎসব কমিটির'


করোনা ভাইরাসে বিপন্ন অসহায় মানুষের পাশে দাড়াল 'বৈশাখী উৎসব কমিটির'

সারা বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস, ভারতেও তার আচ পড়েছে। সারা দেশে চলছে লক ডাউন। করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ লক ডাউন। করোনা মোকাবিলায় লকডাউনে দুঃস্থদের পাশে প্রতিনিয়ত দাড়াচ্ছে 'বৈশাখী উৎসব কমিটি' নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। কখোনা খাদ্য সামগ্রী তুলে দিয়ে, আবার কখনো জীবন দায়ী ওষুধ বিতরন করে।

গতকাল 'বৈশাখী উৎসব কমিটি' নামের এই স্বেচ্ছাসেবি সংগঠন আরও নতুন উদ্যোগ নেয়। সময় যত যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। তাই যে সব মানুষগুলোর আগুন জ্বালানোর মত পরিস্থিতি নেই। এমনকী রেশন কার্ডহীন অসহায়ভাবে গৃহবন্দী। তাদের জন্য সুজয়, রবীন, নীতিশ, শ্যাম, দেবাশীষ এর মত মানুষেরা কাজ করে চলেছে। এদিন তারা করোনা ভাইরাসে বিপন্ন অসহায়ভাবে মানুষদের রান্না করা খাবার তুলে দেওয়ার কর্মসূচী গ্রহন করেন।

আর তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন অশোকনগর কল্যানগর পৌরসভার বর্তমান পৌরপ্রধান প্রবোধ সরকার মহাশয়। 'বৈশাখী উৎসব কমিটি'র এই কাজে পৌরপ্রধান ভীষন ভাবে খুশি। তারা আশা রাখেন আগামী দিনে আরো বেশি করে মানুষের পাশে থাকতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code