করোনা আবহের মাঝে বাড়ি ফিরতে গিয়ে একে একে দুর্ঘটনার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। কেউবা রেলে, কেউবা বাসে কিংবা ট্রাক দুর্ঘটনায় প্রান হারাচ্ছেন। এদিন, মহারাষ্ট্রের ইয়াভাটমালে বাস এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন পরিযায়ী শ্রমিক।
জানা গেছে, মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের সোলাপুর থেকে ঝাড়খন্ড যাওয়ার পথে ইয়াভাটমালে পরিযায়ী শ্রমিকদের বাসটি ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ৪ জন ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Maharashtra: 4 migrant workers killed, 15 injured after a bus they were travelling in crashed into a truck, in Yavatmal, early morning today. The bus was travelling from Solapur to Jharkhand. pic.twitter.com/kEURdmqTOx— ANI (@ANI) May 19, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊