মনখারাপ করা শিল্পীমন। তারমধ্যে তিন নক্ষত্রপতন, দুজন অভিনেতা ও একজন খেলোয়ার। করোনায় ঘরবন্দী সকলে, শিল্পীদের রুজিতে টান তার মধ্যে এক অন্যরকম ভালোবাসার বিষাদ। তিন নক্ষত্রকে হারালাম।
কিন্তু এরকম অবস্থায় ঘরে বসে সেই মহান শিল্পীদের স্মরণ করলো একদল ঘরবন্দী শিল্পী। কাঁচরাপাড়া নিবাসী রতন দে পাতার ওপর, কৃষ্ণনগরবাসী তিন শিল্পী সৌমি কর্মকার চকের ওপর, অর্পন মৌলিক দেশলাই বাস্কে ও প্রীতম ভট্টাচার্য্য ছবি এঁকে তাদের নিজস্ব নান্দনিক শিল্পধারায় এই তিনজন শিল্পী কে স্মরণ করলেন।
তাদের কথায় আমাদের এই শিল্পভাবনায় তাদের ফুটিয়ে তুলতে পেরে ও এরকম বিশিষ্ট শিল্পীদের শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুশি। তাদের অভিনয় ও খেলা আমাদের মুগ্ধ করেছিলো, এই সময় তাদের হারাতে হবে ভাবতে পারিনি। তাই আমরা তাদের প্রতি আমাদের শিল্পভাবনায় শ্রদ্ধা ও সন্মান জানালাম।
Social Plugin