![]() |
source: social media |
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তৃতীয় দফায় লক ডাউনের ঘোষণা করা হয়েছে। এনিয়ে একটি নির্দেশিকাও জারি করেছে মন্ত্রক। ৪ঠা মে থেকে সেই নির্দেশিকা জারি হবে। নির্দেশিকা অনুযায়ী আগামী ১৮ই মে পর্যন্ত বহাল থাকবে লক ডাউন। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। যদিও খুব প্রয়াজনে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে এই সামাজিক দূরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এক মিটারের দূরত্ব মেনেই বাইক তৈরি করলেন ত্রিপুরার পার্থ সাহা।
যাত্রী এবং চালকের মধ্যে ১ মিটারের ব্যবধান রাখতেই মূলত এই বিশেষ মোটরবাইক তৈরি করেন বছর ৩৯-এর ওই ব্যক্তি। করোনা প্রেক্ষাপটে তৈরি করা বাইকের নাম দিয়েছেন ‘কোভিড-১৯’ বাইক।
৩৯ বছর বয়সি পার্থ বলেন, “আমি এই বাইকটিকে অন্যরকম করে তোলার জন্য সাইকেলের সিট ব্যবহার করেছি। পিছনের সিটের সঙ্গে দূরত্ব রেখেছি ১ মিটারের। ৭৫০ ওয়াটের ডিসি মোটর ব্যবহার করেছি এবং ৪৮ ওয়াটের ব্যাটারি লাগিয়েছি। ব্যাস।” তিনি বলেন, এই বাইকে এখন আমি এবং আমার মেয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রা করতে পারি।"
৩৯ বছর বয়সি পার্থ বলেন, “আমি এই বাইকটিকে অন্যরকম করে তোলার জন্য সাইকেলের সিট ব্যবহার করেছি। পিছনের সিটের সঙ্গে দূরত্ব রেখেছি ১ মিটারের। ৭৫০ ওয়াটের ডিসি মোটর ব্যবহার করেছি এবং ৪৮ ওয়াটের ব্যাটারি লাগিয়েছি। ব্যাস।” তিনি বলেন, এই বাইকে এখন আমি এবং আমার মেয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রা করতে পারি।"
পার্থবাবু জানান, পুরনো মোটরবাইক দিয়ে এই যানবাহন তৈরি করতে তাঁর সঞ্চয়ের থেকে বেশ কিছু টাকা খরচা হয়েছে। তবে লকডাউন উঠলে মেয়েকে স্কুল ও টিউশনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যানবাহনটি ব্যবহার করার পরিকল্পনা নিয়ে এই যানবাহনটি তিনি তৈরি করেন বলে জানিয়েছেন। কারণ তিনি চান না তাঁর মেয়ে ভিড়ের মধ্যে স্কুল বাসে না উঠুক।
সংবাদ সূত্রে জানাগেছে- পার্থবাবুর তৈরি এই যানবাহনটি ব্যাটারি চালিত। এছাড়া সর্বাধিক গতি ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর ব্যাটারিটি চার্জ করতে প্রায় ঘন্টা তিনেক সময় লাগে। একবার চার্জ দিলে ব্যায় হয় ১০ টাকার কারেন্ট। বাইকটি একসঙ্গে ৮০ কিলোমিটার চলতে পারে।
Social Plugin