সকালে ভাইজ্যাগের এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে বিষাক্ত গ্যাস লিক করে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, একজন শিশু আছে। নিকটবর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাঁদের চোখ জ্বালা করছে ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। এরপরেই তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

ভাইজাগ ভয়াবহ গ্যাস লিক হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও এনডিএমএ-র সঙ্গে এদিন সকাল ১১ টায় জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বৈঠকে এনডিএমএ-এর কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

বৈঠকের আগেই মোদী জানান, “স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। প্রতিমুহূর্তে পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে। আমি সকলের সুরক্ষা এবং সুস্থতা কামনা করি”।