একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়ছে। বেশ কয়েকদিন ধরেই লাগাতার সেই চিত্র ফুটে উঠছে। রবিবার আবারও সামনে এল একই ঘটনা। মধ্যপ্রদেশের বরওয়ানিতে ট্রাকের চাকায় পিষ্ট স্বামী-স্ত্রী সহ ৪ পরিযায়ী শ্রমিক।
মধ্য প্রদেশের বরওয়ানিতে একটি ট্র্যাঙ্কার ট্রাকে পিষ্ট হয়ে এক পরিযায়ী শ্রমিক, তাঁর স্ত্রী এবং অন্য ২ জন ব্যক্তি প্রান হারিয়েছেন বলেই খবর। এই চার ব্যক্তি মহারাষ্ট্র থেকে ইন্দোরে ফিরে আসছিলেন বলে জানা গেছে।
Madhya Pradesh: A migrant worker and his wife and 2 other people killed after being crushed by a tanker truck in Barwani. All 4 people were returning to Indore from Maharashtra.— ANI (@ANI) May 17, 2020
Social Plugin