পাশাপাশি গত ১৩ তারিখ মাননীয়া মুখ‍্যমন্ত্রী প্রেস কনফারেন্সে গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) এর কাজকে আশা কর্মী বলে চালিয়ে দিয়েছে এবং যার ফলে মানসিকতা হারিয়ে ফেলেছেন গ্রামীণ সম্পদ কর্মীরা।

গতকাল ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের  গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) পালন করলো জাতীয় ডেঙ্গু দিবস। জানা যায়, গতকাল গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) পক্ষ থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয়। এবং আগামীতে ডেঙ্গু থেকে মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় সে'সব বিষয়ে আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন, সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের প্রধান নিলিমা অধিকারী মহাশয়া, বিভিন্ন বুথের পঞ্চায়েত প্রতিনিধি, গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) সুপারভাইজার সহ সমাজের সব স্থরের মানুষ।

এ'বিষয়ে সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) সুপারভাইজার বলেন, আমরা খুবই দু:খিত এবং আমাদের মাননীয়া মুখ‍্যমন্ত্রীর কাছে সোস্যাল মিডিয়ার মধ্য দিয়ে বিশেষ অনুরোধ এর পরের প্রেস কনফারেন্সের বিবৃতিতে গ্রামীণ সম্পদ কর্মীর ( VRP ) নাম যাতে উল্লেখ করা হয় ।