বেশ কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হয়েছে ১৯৯০ সাল থেকে ২০২০ সালের মধ্যে কর্মরত সমস্ত শ্রমিকদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে, যা তাদের প্রাপ্য অধিকার। সেখানে একটি লিংক ও দেওয়া আছে যাতে ক্লিক করে যোগ্য ব্যক্তিদের নাম দেখার জন্য বলা হয়েছে। কিন্তু এই খবর মিথ্যা বলে জানালো PIB।
PIB -এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, সরকারের তরফে এরকম কোনো ঘোষণা করা হয়নি। যে মেসেজটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের ভুয়ো খবর ও ওয়েবসাইট থেকে সতর্ক থাকতেও বলা হয়েছে ওই ট্যুইটে।
Claim- A whatsapp message circulating, claims that workers who worked during 1990-2020 are entitled to receive Rs 120000 from Labour Ministry.#PIBFactCheck: Its #FakeNews! There is no such announcement by Govt. of India. Beware of such fraudulent websites. pic.twitter.com/qyS0mDmQW4— PIB Fact Check (@PIBFactCheck) May 14, 2020
Social Plugin