সুরশ্রী রায় চৌধুরীঃ
আম্ফান নতুন করে মনে করিয়ে দিচ্ছে ১৯৯৯ ওড়িশা সাইক্লোনের কথা । ২১বছর পরে সেই দুঃস্বপ্নই ফিরে আসতে চলেছে। আম্ফান সুপার সাইক্লোন আঁচড়ে পড়েছে । আবহবিদরা ও বলেছিলেন সেই ২১ বছরের পুরনো পথ ধরেই আসছে আম্ফান । ভারতের ইতিহাসে কি আবার শত শতকের বিধ্বংসীতম ঘূর্ণিঝড় এ নাম যোগ হবে আম্ফানের।
ধ্বংসলীলার কাছে আমরা সত্যিই অসহায়। সেবারে গতিপথে সামনে পড়েছিল ওড়িশা। বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ওড়িশাকে। এবারে সেই পথেই এসেছে পশ্চিমবঙ্গ এর উপর দিয়ে বয়ে যাবার কথা। তাই প্রশাসনের সমস্তরকম ব্যবস্থা, সতর্কতা নিয়ে তৈরি হয়েছে এই সাইক্লোনের মোকাবিলার জন্যে।
গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। আম্ফানের ক্ষতির পরিমাণ পরিকল্পনাতীত। আসলে প্রকৃতির এই ধ্বংসলীলার কাছে আমরা সত্যিই অসহায়।
কালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আজ যেটা অরেঞ্জ জোন, কাল সেটা রেড জোন হয়ে যাবে। রেড, রেড প্লাস, রেড স্টার জোন। এটা আমফান জোন। ঝড়ের ৩টি ধাক্কা, হেড, আই টেইল। প্রথম ধাক্কা পেরিয়ে গেলেই বেরিয়ে পড়বেন না। তাতে বিপদ বাড়বে। কাল দিনভর কলকাতা ও জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস রয়েছে। তাই দুর্যোগ না কাটা পর্যন্ত বাড়িতেই থাকুন। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা থাকলে অবিলম্বে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সাইক্লোন শেল্টারে চলে আসুন।"
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রধান এস এন প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ৪০টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে।
ফণীর অভিজ্ঞতা থেকে আরও গুছিয়ে ময়দানে নেমেছে এনডিআরএফ। এবার তাদের সঙ্গে রয়েছে ওয়ারলেস সেট, স্যাটেলাইট ফোন ও অন্যান্য সরঞ্জাম।
যুদ্ধকালীন তত্পরতায় ওড়িশা উপকূলের ভদ্রক, বলেশ্বরের বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে সরিয়ে আনছে এনডিআরএফ।
উপকূলের বলেশ্বরের যাদের মাটি ও খড়ের তৈরি বাড়ি তাদের সরানো হচ্ছে দ্রুত।
এখনও পর্য্ন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তি এলাকা থেকে ৩ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নে থেকে গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। প্রতি এলাকায় ফেরি চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে থানা। গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে তাই গঙ্গার সলগ্ন এলাকার মানুষদের ও সচেতন থাকতে বলছে।
Social Plugin