Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Geography Suggestion 2026: শেষ মুহূর্তের ভূগোল প্রস্তুতি ও পূর্ণাঙ্গ সাজেশন

Madhyamik Geography Suggestion 2026: শেষ মুহূর্তের ভূগোল প্রস্তুতি ও পূর্ণাঙ্গ সাজেশন

Madhyamik 2026, Geography Suggestion, Madhyamik Geography Suggestion 2026, Tania Bose, The Oriental Seminary, মাধ্যমিক ২০২৬, ভূগোল সাজেশন, তানিয়া বোস, দি ওরিয়েনটাল সেমিনারি, মাধ্যমিক ভূগোল, ভূগোল প্রশ্ন ২০২৬, WBBSE Geography, Madhyamik 2026 Suggestion, Geography Last Minute Suggestion, Class 10 Geography West Bengal, ভূগোল সম্ভাব্য প্রশ্নাবলী, Madhyamik Bhugol Suggestion


সামনেই মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। বিশেষ করে ভূগোল বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় বাড়তি দুশ্চিন্তা কাজ করে—কোন অধ্যায় থেকে কী প্রশ্ন আসবে, ম্যাপ পয়েন্টিং বা বড় প্রশ্নের উত্তর কীভাবে গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে, তা নিয়ে থাকে নানা প্রশ্ন। পরীক্ষার্থীদের এই দুশ্চিন্তা কমাতে এবং তাদের প্রস্তুতির আত্মবিশ্বাস বাড়াতে আমাদের এই বিশেষ নিবেদন।

আজকের এই প্রতিবেদনে মাধ্যমিক ২০২৬-এর জন্য ভূগোল বিষয়ের একটি বিশেষ সাজেশন (Madhyamik Geography Suggestion 2026) তুলে ধরা হলো। এই সাজেশনটি অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করেছেন ‘দি ওরিয়েন্টাল সেমিনারি’-র বিশিষ্ট সহশিক্ষিকা তানিয়া বোস। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তিনি যে প্রশ্নগুলি (Madhyamik Geography Suggestion 2026) নির্বাচন করেছেন, তা এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভাগ - ক: রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নের মান - ৫)

(প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোল থেকে)

১. নদীর নিম্নগতি ও বদ্বীপ প্রবাহে ক্ষয়কার্য ও সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে কোন তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 

২. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 

৩. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোন তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 

৪. বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোন তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 

৫. নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক ব্যাখ্যা কর। 

৬. বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখ। 

৭. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ এবং এর নিয়ন্ত্রকগুলি আলোচনা কর। 

৮. ভারতের জনসংখ্যার অসম বন্টনের তিনটি কারণ লেখ। 

৯. 'জলপথকে উন্নয়নের জীবনরেখা' কেন বলা হয় ব্যাখ্যা কর। 

১০. পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের উন্নতির কারণ লেখ। 

১১. ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ। 

১২. ইক্ষু, চা, কার্পাস, কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখ। 

১৩. ভারতীয় জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব লেখ। 

১৪. পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনা কর। 

১৫. ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণবিভাগ কর ও যে কোন একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

১৬. উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির পার্থক্য লেখ। 

১৭. ভারতে পরিবহন ব্যবস্থার পাঁচটি গুরুত্ব লেখ। 

১৮. পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

বিভাগ - খ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রশ্নের মান - ৩)

১. দূর সংবেদন (Remote Sensing) ব্যবস্থার গুরুত্ব, সুবিধা ও অসুবিধা লেখ। 

২. 'স্বচ্ছ ভারত' ও 'নমামি গঙ্গে' প্রকল্প কী? 

৩. BOD ও COD কী? 

৪. উদীয়মান শিল্প কাকে বলে? উদাহরণ দাও। 

৫. FCC ও TCC কী? 

৬. ওজোন হোল কী? 

৭. বর্জ্য ব্যবস্থাপনা কী? 

৮. জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ। ৯. বর্জ্য ব্যবস্থাপনায় 4R কী? 

১০. পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব লেখ। 

১১. অ্যাক্টিভ সেন্সর (Active Sensor) ও প্যাসিভ সেন্সর (Passive Sensor)-এর মধ্যে পার্থক্য লেখ। 

১২. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত-এর মধ্যে পার্থক্য লেখ। 

১৩. সবুজ বিপ্লব কী? 

১৪. বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ। 

১৫. দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন? 

১৬. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখ। 

১৭. তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা ও সমাধান লেখ। 

১৮. ভূ-বৈচিত্র সূচক মানচিত্রের তিনটি ব্যবহার লেখ।

বিভাগ - গ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন (প্রশ্নের মান - ২)

১. পর্যায়ন কী? 

২. অ্যারোসল কী? 

৩. মোনাডনক কী? 

৪. রেগুর মৃত্তিকা কী? 

৫. রেটুন কী? 

৬. হিমপ্রাচীর কী? 

৭. ধারণ অববাহিকা কী? 

৮. ষষ্ঠ ঘাতের সূত্র কী? 

৯. নগরায়ন কী? 

১০. কয়াল কী? 

১১. আউট সোর্সিং (Outsourcing) কী? 

১২. দুন কী? 

১৩. তাল কী? 

১৪. এল নিনো ও লা নিনা কী? 

১৫. স্ক্রাবার (Scrubber) কী? 

১৬. 'হাইটেক সিটি' কাকে বলে? 

১৭. পুনরপ্তানি বন্দর কী? 

১৮. 'ক্রেভাস' কী? 

১৯. নদীগ্রাস কী? 

২০. রবি শস্য ও খারিফ শস্য কী?  

২১. বৈপরীত্য উত্তাপ কী? 

২২. সামাজিক বনসৃজন কী? 

২৩. হ্যালোক্লাইন কী? 

২৪. ইউট্রোফিকেশন কী? 

২৫. 'ভাঙ্গর' ও 'খাদার' কী? 

২৬. জনবিস্ফোরণ কী? 

২৭. কয়াল/লেগুন কী? 

২৮. জনঘনত্ব কী? 

২৯. সোনালী চতুর্ভুজ কী? 

৩০. শৈবাল সাগর কী? 

৩১. হীরক চতুর্ভুজ কী? 

৩২. শস্যাবর্তন কী? 

৩৩. বানডাকা কী? 

৩৪. ইনসোলেশন ও অ্যালবেডো কী? 

৩৫. গর্জনশীল চল্লিশা কী? 

৩৬. ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী? 

৩৭. মাস মুভমেন্ট (Mass Movement) কী? 

৩৮. ধাপ চাষ কী? 

৩৯. বেস লেভেল ও ইরোশন (Base Level of Erosion) কী? 

৪০. সিজিগি ও পেরিজি কী?


কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই? কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে? সব উত্তর এক জায়গায়। সংবাদ একলব্যের এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন মিস করবেন না। এখনই লিঙ্কে ক্লিক করে প্রশ্নগুলো দেখে নিন।- ক্লিক হেয়ার 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code