SER-23,বাঁকুড়া, ২০মে একদিকে চলছে করোনা আবহ আর এরই মাঝে সাইক্লোন আম্ফানের চোখ রাঙ্গানি বঙ্গজুড়ে তৈরি করেছে এক ভয়াল পরিস্থিতি । এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দীঘার দিকে ধেয়ে আসলেও  সমুদ্র উপকূলে আঁছড়ে পড়তে ক্ষণিক সময়ের আম্ফানের। এরই মধ্যেই সাইক্লোন আম্ফানের প্রভাব পড়তে শুরু করেছে বাঁকুড়া জেলা জুড়ে । গতকাল বিকেল থেকেই বাঁকুড়ায় আকাশের মুখ ভার, তাপমাত্রা ক্ষণিকটা নিম্নমুখী হতে শুরু করে । তারপর আজ সকাল থেকেই শুরু হয় দফায় দফায় ঝড়ো হাওয়ার দাপট সঙ্গে অবিরাম বৃষ্টির ঝাপটা ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরো নিম্নমুখী হতে শুরু করে এবং ঝড়ের দাপটের বেগও  ধীরে ধীরে বাড়তে থাকে । 

তবে সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে যতেষ্ট তৎপর ছিল বাঁকুড়া পুলিশ প্রশাসন।   বাঁকুড়া সদর, গঙ্গাজলঘাঁটি, মেজিয়াসহ একাধিক থানার পুলিশ এদিন সকাল থেকেই ভিন্ন ভিন্ন গ্রামে ও শহরে ঘুরে ঘুরে মাইকিং করে মানুষকে আম্ফান সম্পর্কে সতর্ক বার্তা দেন । এই সাইক্লোনের গ্রাস থেকে বাঁচতে তারা, বাড়ি থেকে না বেরোনো, ভগ্নপ্রায় বাড়ি ছেড়ে কোনো স্কুলে আশ্রয়, শুকনো খাবার মজুত রাখা সহ একাধিক সতর্কবার্তা দেন সাধারণ মানুষকে । 
পুলিশি সতর্ক বার্তায় সচেতন হয়ে অথবা আম্ফানের দাপটকে প্রতিহত করতে না পেরে গ্রামগঞ্জের রাখলও আজ গবাদি পশু নিয়ে যেতে পারেনি চারণভূমিতে।ফলে চরম সমস্যার মধ্যে রয়েছে গবাদি পশুরা।
এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও বিদ্যুতহীন বেশ কিছু এলাকা ।