করোনা সংক্রমণের জেরে জেরবার দেশ। ইতিমধ্যে দেশে চলছে ২১ দিনের লক ডাউন। এর মাঝে আজ সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠিক ঠিক কি বললেন আজ জেনে নিন- 
১। করোনা সংক্রমণ ৯৯% বিদেশী যোগ 

২। কালিংপঙ এর একই পরিবারের ১১ জন আক্রান্ত 

৩। বেলেঘাটা আই ডিতে ১৭ জনের মধ্যে ১২ জনের অবস্থা ভালো 

৪। কমান্ড হাসপাতালের চিকিৎসকের পরিবার আক্রান্ত হয়েছেন।

৫। আজ ১২ টা পর্যন্ত রাজ্যে ৬১ জন আক্রান্ত ৭টি পরিবারের ৫৫ জন।সুস্থ ১৩। 

৬। এগরার বিয়েবাড়িতে বিদেশি যোগ রয়েছে, ১১ জন আক্রান্ত হয়েছেন। 

৭। হলদিয়ায় ২জন করোনা আক্রান্ত হয়েছেন।

৮। রাজ্যে ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

৯। মানুষ খুব কষ্টে রয়েছে আগে ছিল নোট বন্দী এখন ঘর বন্দী 

১০। হলদিয়ায় ২ জন করোনা আক্রান্ত 

১১। চিন্তার কোনও কারণ নেই।রোগ নিরাময়ে পথ খুঁজছে রাজ্য।’

১২। করোনা মোকাবিলায় বিশেষ গ্লোবাল এডভাইজারি বোর্ড গঠন করা হবে যার শীর্ষে থাকবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়

১৩। কেন্দ্র আজই চা বাগান খুলতে বলেছে কিন্তু আমরা খুলছি না

১৪। N 95 মাস্ক কেন্দ্রের কাছে চেয়েছি ৫ লক্ষ, কেন্দ্র দিয়েছে ১০ হাজার। 

১৫। রাজ্যে ৫১১ টি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে , সেখানে ৪০০০ জনের মত আছে

এছাড়াও তিনি আজ বলেন- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে নাম না করে একটি রাজনৈতিক দলের আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেছেন, ‘এই সময় রাজনীতি করার জন্য নয়। বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে। কাঁসর ঘণ্টা বাজিয়ে রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অনেক ভুয়ো খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে'।

এদিন তিনি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, রোগটা সাংঘাতিক হলে ভয় পাওয়ার কারণ। রাজ্য পুলিশের এই দুর্দিনে রক্ত সঞ্চয় করতে ব্লাড ডোনেশন ক্যাম্প করার প্রশংসা করেন। সাথে সাথে এদিন তিনি দমকল বাহিনীকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, দমকল বাহিনী বিভিন্ন জায়গায় স্প্রে করছে এর জন্য ধন্যবাদ। 

সাথে সাথে রাজ্যবাসীকে আবারও সব সময় হাত ধোঁয়ার পরামর্শ দেন। সাথে সাথে মাস্ক ব্যবহারের কথাও তুলে ধরেন। তিনি সমস্ত রাজ্যবাসীর খাবার নিয়মও বলে দিলেন এদিন। তিনি বলেন, কাঁচা খাবার না, ভালো করে সেদ্ধ করে খাবেন। পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা খাওয়ার পরামর্শ দেন তিনি।