করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র সরকার। প্রথম থেকেই করোনা সংক্রমণ রুখতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এমনকি পিছিয়ে নেই রাজ্য সরকারও। রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কেন্দ্র সরকার আরও একটি বিশেষ সিদ্ধান্ত নিল।
করোনা নিয়ে আর এক বড় সিদ্ধান্ত মোদী সরকারের, সাংসদের বেতনে কাটছাঁট করা হবে ৩০% এক বছরের জন্য।
দুই বছরের জন্য সাংসদ তহবিলে কোনো উন্নয়নমূলক খাতে টাকা দেওয়া হবে না। উন্নয়ন মূলক কাজ সরাসরি করবে সরকার এমনই সিদ্ধান্ত নেওয়া হল। দুই বছরের টাকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে ।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালদেরও বেতনে একই প্রক্রিয়াবিত্ত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবরেকর আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান, আজ কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ।
দুই বছরের জন্য সাংসদ তহবিলে কোনো উন্নয়নমূলক খাতে টাকা দেওয়া হবে না। উন্নয়ন মূলক কাজ সরাসরি করবে সরকার এমনই সিদ্ধান্ত নেওয়া হল। দুই বছরের টাকা করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে ।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজ্যপালদেরও বেতনে একই প্রক্রিয়াবিত্ত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবরেকর আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান, আজ কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ।
Besides, the President, Vice President and all the Governors have also decided to take a 30 percent cut in their salaries for a year. #cabinetdecisions pic.twitter.com/96Y7RKQgqS— Prakash Javadekar (@PrakashJavdekar) April 6, 2020
Social Plugin