Latest News

6/recent/ticker-posts

Ad Code

lockdown এর মেয়াদ কি বাড়তে চলেছে?

কেন্দ্র সরকার ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লক ডাউন ঘোষণা করেছে,মাঝে বাকি এক সপ্তাহ, কী হতে চলেছে লক ডাউন নিয়ে তাই নিয়ে পর্যালোচলা শুরু করেছে  কেন্দ্র সরকার l 

কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে অন্য দিকে লক ডাউনের মেয়াদ শেষ হতে চলেছে l 

সূত্রের খবরে উঠে এসেছে হট স্পট অথাৎ যে সমস্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেখানে উঠবে না লক ডাউন, অন্য কম আক্রান্ত এলাকায় দিনের কিছু সময় নিয়ম মেনে শিথিল করা হবে লক ডাউন l 

তবে স্কুল, কলেজ, সিনেমা হল, শপিং মল এখুনি খুলছে না বলে সূত্রের খবর l দেশের যেখানে আক্রান্তের খবর নেই সেখানে শিথিল হতে পারে লক ডাউন l 

তবে সমস্তটাই নির্ভর করছে আগামী দিন গুলিতে কী পরিবর্তন আসে সেদিকের উপর l ইতিমধ্যে রাজ্য সরকারগুলি বিদ্যালয় শিক্ষা ডিজিটালী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন l 

পশ্চিমবঙ্গ সরকার নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে l প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্যে বাংলার শিক্ষা পোর্টালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে l 

এখন শুধু অপেক্ষা নুতন কী নির্দেশিকা আসে তার উপর l

আরও পড়ুনঃ রেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুজন চক্রবর্তীর 



সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

Ad Code