Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাসপাতালে বাঘ! বাথরুম থেকে উদ্ধার করল বন দপ্তর!


লকডাউনের মধ্যে গুজরাতের গান্ধিনগরের কোলাবাদা আয়ুর্বেদিক হাসপাতালের বাথরুমে ঢুকে গেল চিতাবাঘ! জানা গিয়েছে, বুধবার রাতে চিতাবাঘটি হাসপাতালে ঢুকে পড়ে। এরপর, একতলার একটি বাথরুমে ঢুকে পড়ে চিতাবাঘটি। সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরা খবর দেন নিরাপত্তারক্ষীদের। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মী ও হাসপাতালের কর্মীদের চেষ্টায় চিতাবাঘটিকে বাথরুম থেকে উদ্ধার করা হয়। ঘুম পাড়ানি গুলি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাঘটিকে খাঁচা বন্দি করা হয়। 

বন দফতরের কর্মীরা জানান, বাঘটিকে পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দিক কয়েক আগেই গুজরাতের উনায় একটি চিতা লোকালয়ে ঢুকে পোশা কুকুরকে মেরে ফেলে।

Ad Code