করোনা এখন আতঙ্কের আর এক নাম। আর এই সুযোগ নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক ভ্রান্ত ধারনা ও গুজব। যা থেকে আরও আতঙ্ক বাড়ছে। এবার সে বিষয়ে পদক্ষেপ নিল আন্তর্জাতিক বেড়াজাল দুনিয়ার সেরা সামাজিক মাধ্যমগুলির একটা মার্ক জুকারবারগের ফেসবুক। ফেসবুক-এর প্রতিষ্ঠাতা, কর্ণধার মার্ক জুকারবারগ তা নিজেই জানালেন ফেসবুক পোস্টে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জুকেরবার্গ লেখেন, “মানুষকে সচেতন করার জন্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ২০০ কোটি ইউজার করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছেন Facebook ও Instagram-এর মাধ্যমে। একই ভাবে প্রায় ৩৫ কোটি ইউজার করোনা সম্পর্কে জানতে ক্লিক করছেন Facebook-এ। তাই Facebook ও Instagram-এর মাধ্যমে ভুল তথ্য প্রচার কমানোর জন্য আমারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, মার্চের শুরু থেকেই, খবরের সত্যতা যাচাই করার জন্য (ফ্যাক্ট-চেকিং) ১২টিরও বেশি নতুন দেশে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ৬০০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ৫০টিরও বেশি ভাষায় করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন পোস্ট খুঁটিয়ে দেখছে ফেসবুক। যদি কোনও পোস্টে ভুয়ো অথবা ভুল তথ্য থাকে, যার ফলে বিভ্রান্তি ছড়াতে পারে, তবে সেগুলি সংস্থা সরিয়ে দিচ্ছে।
জুকেরবার্গ জানান, Covid-19-এর সঙ্গে সম্পর্কিত কয়েক হাজার এমন ভুল তথ্য ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। যেমন, ব্লিচ পান করে ভাইরাস নিরাময়ের মতো তথ্য বা সামাজিক দূরত্ব এই রোগটি ছড়াতে অক্ষম ইত্যাদি। একবার কোনও পোস্ট ফ্যাক্ট-চেকারদের দ্বারা মিথ্যা বা ভুয়ো হিসাবে চিহ্নিত হলে, সংস্থা সেগুলিকে ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে।
তিনি আরও বলেন, মার্চ মাসে সংস্থার নিয়োজিত ফ্যাক্ট-চেকাররা এই ধরণের প্রায় ৪,০০০-এর মতও পোস্ট খুঁজে পেয়েছেন।
তিনি আরও বলেন, মার্চ মাসে সংস্থার নিয়োজিত ফ্যাক্ট-চেকাররা এই ধরণের প্রায় ৪,০০০-এর মতও পোস্ট খুঁজে পেয়েছেন।
ফেসবুকের এরকম পদক্ষেপের জেরে সামাজিক মাধ্যম জুড়ে লাফিয়ে বেড়া গুজব কমবে বলেই আশাবাদী।
Social Plugin