করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ৩রা মে পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরবন্দি মানুষ। জাতির উদ্দ্যেশে একের পর এক ভাষন দিয়ে দেশবাসী আশ্বস্ত করেই চলছেন প্রধানমন্ত্রী। একই সাথে দেশকে করোনা মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোদী।
এবার রীতিমতো প্রধানমন্ত্রীর উপাসনা করে নিজের লেখা গান গাইলেন এক যুবক। লক ডাউন, বাইরে বেরোনো নিষিদ্ধ, তাই ঘরের বাড়ান্দায় মোদীর উদ্দ্যেশে গান গাইলেন যুবক। টিকটকে সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল।
ভিডিওতে দেখা যাবে যে এক যুবক হাতে মাইক নিয়ে বারান্দায় অক্ষয় কুমারের ছবি 'কেশরী' এর 'তেরি মিট্টি' গানটির সুরে তিনি নিজের লেখা শব্দ বসিয়ে গানটি গেয়েছেন, যা একরকম মোদি বন্দনাই বলছেন সামাজিক মাধ্যমের জনগণ। গানের লিরিক্সের অর্থ অনেকটা এরকম, "দেশ তুমি হাসতে থাকো। মোদি আছেন বলেই আমরা রক্ষা পাচ্ছি। সঙ্কট যতই তীব্র হোক না কেন, আমাদের প্রতিটি সমস্যা থেকে রক্ষা করেছেন তিনি। আমরা এই নিয়ম কায়মনবাক্যে মেনে চলবো এবং একসঙ্গে মিলে আমরা করোনাকে হারাব ... আমরা যা বলেছি তা করে দেখাব। আমরা সকলেই তাঁর কথা শুনেছি, সেই জন্যেই আমরা ঘরে বসে থেকেছি, আমরা যে প্রতিশ্রুতি তাঁকে দিয়েছি তা পূরণ করব"।
শুনে নেয়া যাক গানটি-
শুনে নেয়া যাক গানটি-
@varun_bharti_music इसको मोदी जी तक पुहंचा दो... ##pmmodi ##lockdown ##varunbhartimusic ##guzarasong ##guzara ##gharbaithoindia
♬ original sound - Varun Bharti
Social Plugin