এই মুহূর্তে ঘর বন্দী সবাই, কিভাবে সময় কাটাচ্ছেন সবাই তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন,তাঁরই মাঝে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গবাসী l 

আগামী ২২ শে এপ্রিল রাত থেকে ২৩ শে এপ্রিল ভোর পর্যন্ত চলবে উল্কা বৃষ্টি l ঘন্টায় ১৮ থেকে ২০ টি উল্কাপাতের দৃশ্য দেখতে পাওয়া যাবে l 

তবে ভূপৃষ্ঠে পারার আগেই ভস্মীভূত হয়ে যাবে বলে জানিয়েছেন জ্যোতিষ বিজ্ঞানীরা l আকাশ ভালো থাকলে পশ্চিমবঙ্গসহ উত্তরভারতের প্রায় সমস্ত রাজ্য থেকেই এই দৃশ্য দেখা যাবে l