Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহাজাগতিক উল্কা বৃষ্টি দেখতে চলেছে বাংলা


এই মুহূর্তে ঘর বন্দী সবাই, কিভাবে সময় কাটাচ্ছেন সবাই তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন,তাঁরই মাঝে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গবাসী l 

আগামী ২২ শে এপ্রিল রাত থেকে ২৩ শে এপ্রিল ভোর পর্যন্ত চলবে উল্কা বৃষ্টি l ঘন্টায় ১৮ থেকে ২০ টি উল্কাপাতের দৃশ্য দেখতে পাওয়া যাবে l 

তবে ভূপৃষ্ঠে পারার আগেই ভস্মীভূত হয়ে যাবে বলে জানিয়েছেন জ্যোতিষ বিজ্ঞানীরা l আকাশ ভালো থাকলে পশ্চিমবঙ্গসহ উত্তরভারতের প্রায় সমস্ত রাজ্য থেকেই এই দৃশ্য দেখা যাবে l

Ad Code