গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা দিনহাটার পুঁটিমারী এলাকায় অনুসন্ধান মহিলা সংঘের কোষাধ্যক্ষের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, ত্রাণের চাল না দিয়ে বিক্রি করা হচ্ছে। লক ডাউন পরিস্থিতির জেরে অসহায় ও দুস্থ মানুষদের জন্য ত্রাণের বন্ধোবস্ত করেছে সরকার। পুঁটিমারী অনুসন্ধান মহিলা সংঘের কাছে ৩০০ কেজি চাল এসেছে, যা অসহায় দুঃস্থ মানুষদের বিতরণ না করে সংঘের কোষাধক্ষ্য বিক্রি করে দিচ্ছে। এই খবর পেয়ে সংঘের কোষাধক্ষ্য-এর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। তারপরেও, কোষাধক্ষ্য বাড়ির বাইরে এসে দেখা করেনি। উল্টে গালিগালাজ করেছে বলে অভিযোগ।
খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে তাতেও মহিলারা মানতে নারাজ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় স্বনিভর গোষ্ঠীর এক মহিলা বলেন, লক ডাউনের জেরে মানুষ কর্মহীন। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গ্রুপকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু দেওয়া হয়নি। তাই বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি ভিখারি বলে গালিগালাজ করেন। তারপরেই ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আমরা এবিষয়ে বিডিও, এসডিওকে লিখিত আকারে জনাবো। এর সঠিক তদন্ত চাই, সুরাহা চাই।
থানায় এখনো কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Social Plugin