রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটে। খাবারও জোটে রাস্তায়। বিহারের পাটনার পথে ঘাটে মানুষের দয়ায় যা পান তাতেই চলে পেট। ৬০ বছর বয়সী সানি বাবা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তাঁর অনর্গল ইংলিশে কথা বলা। 

লক ডাউনের বাজারে তাঁকে রাস্তায় দেখে কয়েকটা ছেলে কথা বলতে শুরু করলে তিনি অনর্গল ইংরাজীতে কথা বলতে থাকেন। শুধু কথা বলাই নয় সাথে সাথে গাইলেন গানও। পছন্দের গায়ক জিম রিভসের গান গেয়ে তাক লাগালেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।