ফের রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে। সকালে রাজ্যপালের টুইটের পর বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা আবহে পাঁচ পাতার চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনেকড়কে। মুখ্যমন্ত্রী ওই চিঠিতে তাঁর ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপালের উদ্দেশ্য লিখেছেন, ‘আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল। যে রাজ্যের রাজ্যপাল আপনি, সেই রাজ্যের সরকারের প্রতি আক্রমণ করাটাই আপনার কাজ হয়ে উঠেছে।’

রাজ্যপালের সাম্প্রতিক কয়েকটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, ‘আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার নিজেকেই বিচার করা উচিত। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে, আমার মন্ত্রিসভাকে অপমান করেছে। সেই কারণে বাধ্য হয়েই এই চিঠি দিলাম।’।

ওই কড়া চিঠিতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন রাজ্যপালকে। তিনি লেখেন, ‘আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতেই পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়।’