Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার স্বাস্থ্যকর্মীদের অবস্থা নিয়ে লকডাউন প্রজেক্ট রাশেদ ও রাকেশের


এবার স্বাস্থ্যকর্মীদের অবস্থা নিয়ে লকডাউন প্রজেক্ট রাশেদ ও রাকেশের

সারা পৃথিবী জুড়ে এখন সংকটময় অবস্থা। সমস্ত মানুষ মারন রোগ করোনা আতঙ্কে ভীত। সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সমস্ত সিনেমার শ্যুটিং বন্ধ। এরই মাঝে কিছুদিন আগেই দর্শকদের কিছুটা বিনোদন দেওয়ার জন্য রাসেদের অভিনীত একটি গান দর্শকদের মাঝে মুক্তি লাভ করে এবং বেশ সাড়াও পড়ে গানটিতে। গানের নাম 'মনের পিঞ্জিরায়' এক্সটেন্ডেড ভার্শন । গানে কন্ঠ দিয়েছইলেন রাকেশ সুত্রধর।

এবার স্বাস্থ্যকর্মীদের অবস্থা নিয়ে আসছে আরও একটি লকডাউন প্রজেক্ট রাশেদ ও রাকেশের। গানের নাম 'কিছুদিন মনে মনে' । এই লকডাউন-এ ক্রিয়েটিভ পার্সনরা বিভিন্নভাবে লোককে সাবধান করে গেছে । রাশেদ বলেন 'তার এই গান-এর মধ্যেও লোককে সচেতন করা হবে ।'

Ad Code