উত্তরেরগুণী সুজন অভিজিৎ দাশ
শুভাশিস দাশ
আজকে যাঁকে নিয়ে এই গুনী সুজনের কলাম তিনি উত্তরের বিশিষ্ট প্রাবন্ধিক অভিজিৎ দাশ ।
শুধু প্রবন্ধ লেখা নয় তিনি একাধারে কবি ও ছড়াকার । গল্পের হাত টাও মন্দ নয় ।
শৈশব থেকেই লেখালিখির নেশা তাঁকে পেয়ে বসেছিল আর তাই তো তাঁর কলম থেমে থাকে নি ।
তাঁর সম্পাদনায় একটি ছড়ার কাগজ প্রকাশিত হয় । এই মুহুর্তে তিনি একটি বড় কাজ করেছেন ।
তিনি তাঁর বাড়িতে গড়ে তুলেছেন পত্রপত্রিকার একটা সংগ্রহ শালা ।
তিনি ছোট বড় মাঝারি অনেক পত্রিকায় লিখেছেন এবং লিখছেন।
তাঁর রচিত ' তিস্তা - উত্স থেকে মোহনা ' বেশ আলোড়ন তুলেছে পাঠক মহলে ।
শিক্ষকতার সাথে যুক্ত এই লেখকের অনেকটা সময় ব্যায় হয় লেখালিখির কারণে ।
তাঁর কলম চলতে থাকুক এই কামনা আমাদেরও ।
Social Plugin