Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় মানুষের পাশে দিনহাটা সারদা সংঘ



লকডাউনের মেয়াদ বেড়েই চলছে । ফলে দিন আনি দিন খাই মানুষের খাবারের সমস্যাও বেড়েই চলেছে। জগৎ জননী সারদা মায়ের আর্দশ মেনে গতকাল দিনহাটা সারদা সংঘ অসহায় মানুষের পাশে দাড়ালেন।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

দিনহাটা সারদা সংঘের সদস্যারা ১০০টি পরিবারের হাতে দুই কেজি চাল,২৫০গ্রাম সোয়াবিন ২৫০ গ্ৰাম সরিষার তেল তুলে দেন।

উপস্থিত ছিলেন চন্দ্রা দে, তাপসী রায়,আভা রায়,ববিতা সাহা প্রমুখ । এই ত্রান পেয়ে খুশি সকলে।

Ad Code