করোনা পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে দোকান-পাঠ খোলা নিয়ে বড়ো ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
করোনার জেরে চলছে লক ডাউন। বন্ধ দোকান পাঠ, অফিস-আদালত। ইতিমধ্যে কেন্দ্র সরকার বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনেই সাংবাদিক বৈঠকে করেই চলছেন। মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে বেশ কিছু দোকান খোলার ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন, সোমবার থেকেই সামাজিক দূরত্ব মেনে গ্রিন জোনগুলিতে পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মার্কেট কমপ্লেক্সে নয় এমন ছোট দোকানগুলি সোমবার থেকে খোলা যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লকডাউনের জেরে রাজ্যের আর্থিক পরিস্থিতির পর্যালোচনায় টাস্ক ফোর্স গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের সুপারিশ মেনেই খুলবে দোকান পাঠ।
গ্রামের বাজার গুলোতে হার্ডওয়ার, মোবাইল রিচার্জের দোকান, বই, রং, চা, পানের দোকান ও লন্ড্রী খোলা যাবে। তবে অবশ্যই মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। কোনও রকম ভিড় করা চলবে না। মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই দোকানে গিয়ে কেনাকাটা করা যাবে।
সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধরুন পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান৷ হট করে মানুষের প্রয়োজন হয়, সেখানে হোম ডেলিভারি হতে পারে৷ আমরা চাইছি ছোট ছোট দোকান খুলুক৷ তবে, মার্কেট কমপ্লেক্সগুলি খুলবে না৷ আমরা ছোট দোকান যেটা এখন সেরকম স্টেশনারি, বইয়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়ারের দোকান খোলা যাবে৷ চায়ের দোকান খোলা হবে, হোম ডেলিভারি চলবে৷ চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউ না৷ চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেতে পারে৷ পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারেন৷ কাজেই হকার মার্কেটগুলি এখন খুলবে না৷ ফুটপাতে যে সমস্ত দোকান বসে সেগুলি খোলার প্রশ্নও নেই৷ যে তখন ভয়ংকর জিনিস চলছে, সবাইকে একসঙ্গে আমি হেল্প করতে পারব না৷ ধাপে ধাপে ধাপে আমরা এটা করতে হবে৷’’
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
পেজে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের whatsapp
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
বেশ কিছু দোকানে ছাড় মিললেও ছাড় নেই সেলুনের দোকানে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেলুনে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সমস্যা রয়েছে। কেন্দ্রীয় সরকারও এখনও এব্যাপারে সবুজ সংকেত দেয়নি। সেই কারণে এখনই সেলুন খোলার ব্যাপারে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছেও দোকান খোলা নিয়ে স্পষ্ট একটি নির্দেশিকা চেয়েছে রাজ্য সরকার।
করোনা পরিস্থিতি রং বদলালে সিদ্ধান্ত পরিবর্তন হবে বলেও জানালেন তিনি।
Social Plugin