মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের একটা ভিডিয়োকে ঘিরে চলছে জোড় জল্পনা। ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? একদম ইউএফও এর মতো দেখতে একটি বস্তু আকাশে ঘুরছে। তবে ইউএফও কিনা সে বিষয়ে কিছু বলেনি মার্কিন সংস্থা।
মার্কিন সংস্থা জানিয়েছে, ২০০৪-০৫ সালে একজন নৌবাহিনীর পাইলটের তোলা এই ভিডিয়োটি নির্ভুল। ২০০৭ ও ২০১৭ সালে সংস্থার অনুমতি ছাড়াই প্রকাশ্যে চলে এসেছিল এই ভিডিয়ো। কিন্তু এবার সত্যতা যাচাই করেই সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিয়ো। সংস্থার তরফে ইউএফওর মতো দেখতে ওই বস্তুটিকে "অজ্ঞাত বায়বীয় বস্তু" (unidentified aerial phenomena) বলে আখ্যা দেওয়া হয়েছে।
The Pentagon has officially released UFO Videos 😱 #UFOs pic.twitter.com/nxQNKjn9zD— Clementhis Lambert ☯︎ (@UnknownMark17) April 27, 2020
ভিডিয়োটিতেই ওই বায়বীয় বস্তু শব্দ শোনার পর অনেক বিজ্ঞানীরা একটি ড্রোন বলে সিদ্ধান্তে এসেছেন । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কাছে রহস্যের বিষয় হয়ে উঠেছে এই ইউএফওর ভিডিয়ো।
Pentagon officially releases these videos of #UFOs or 'unexplained aerial phenomena'. 2020 is turning out more like a hollywood apocalyptic movie. pic.twitter.com/fKpC2P3imX— Akshat Chauhan (@AkshatC89617810) April 28, 2020
Social Plugin