লকডাউনে বিনামূল্যে রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে দিনকয়েক আগে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সচিবের কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের খাদ্যবন্টন নিয়ে।

বৃহস্পতিবার নবান্নে করোনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন তাঁর কাছে রাজ্যে খাদ্যবণ্টন নিয়ে অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় খাদ্যবণ্টনে কারচুপি হচ্ছে। এর পরই তিনি ঘোষণা করেন খাদ্যবণ্টন ঠিকঠাক করতে নতুন সচিব নিয়োগ করা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী নতুন সচিবের নাম উল্লেখ করেননি। বর্তমান সচিব মনোজ আগরওয়াল এর বদলি সম্পর্কেও কিছু মন্তব্য করেননি তিনি।