Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে অসহায় বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের কাতর আবেদন মুখ্যমন্ত্রীকে


বর্তমান CORONA VIRUS-এর আক্রমন ও তার ফলে সৃষ্টি হওয়া ভয়ংকর পরিস্থিতি এক ভয়াবহ অচেনা অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে এনেছে আংশিক সময়ের শিক্ষকদের। এপ্রিলের ১৪ থেকে বৃদ্ধি পেয়ে তা হয়েছে ৩০। তবে নির্ধারিত ৩০ এপ্রিলের পর লকডাউন উঠবে না আরও বৃদ্ধি পাবে তা পরিস্থিতি সাপেক্ষ। ফলে করুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে  আংশিক সময়ের শিক্ষকদের। 

বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের আপৎকালীন সাহায্য দান ও স্থায়ীকরনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ঠিঠি পাঠালেন আংশিক সময়ের শিক্ষক সংগঠন SPTTA । 
           
পঃ বঃ আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন ( SPTTA) এর রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া জানান- "আমরা রাজ্যের বিভিন্ন জেলার সরকারি এবং আধা সরকারি বিদ্যালয়গুলিতে অতি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে বছরের পর বছর নিষ্ঠার সাথে শিক্ষকতা করে চলেছি।আমাদের কাজের কোনো স্থায়ীত্ব নেই। বর্তমানে বিশ্ব মহামারী করোনার জন্য সারা দেশে লক ডাউন চলছে। এখন আমরা করোনার জন্য গৃহ শিক্ষকতা করাও বন্ধ রেখেছি। এইরূপ পরিস্থিতিতে আমাদের পক্ষে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। অতি কষ্টের মধ্য দিয়ে আমরা জীবন যাপন করছি।"

কোচবিহার জেলার রাজ্য কমিটির সদস্য স্বপন বর্মন ও কোচবিহার জেলা সভাপতি শংকর বর্মন জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী যদি আমাদের ব্যাপারটা ভেবে দেখেন তাহলে সারা পশ্চিমবঙ্গের প্রায় ১২ হাজার শিক্ষক শিক্ষিকার দুর্দশা দূরিভূত হবে ।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় চাল,আলু সরবরাহকে সমর্থন ও বেশ কয়েকটি বিষয়ে পরামর্শ সহ সরকারকে খোলা চিঠি ABPTA-এর 


Ad Code