একদিকে যখন ভারত সহ সারা বিশ্ব মারন ভাইরাস করোনার দাপটে দিশেহারা, ঠিক তখনই গত ৯ এপ্রিল  সন্ধ্যায় হঠাৎ ঝড়ের গতিতে বেশামাল ও করুন অবস্থা হয় কোচবিহার জেলার মরিচবাড়ীর। 

পরেরদিন সকালে মরিচবাড়ি ঝড় বিধ্বস্ত এলাকায় যান সি পি আই এম এর কোচবিহার জেলা সম্পাদক তথা প্রাক্তন বন মন্ত্রী অনন্ত রায় ।  ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষে সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিন তিনি ।

আজ তিনি খোল্টা  মরিচবাড়ি এলাকায়,  বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহযোগিতা এবং খাদ্য সামগ্রী তুলে দিলেন।

তিনি আজ জানান- " কালবৈশাখী ঝড়ে পাঁচ থেকে ছয় শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে, তার উপর পর্যাপ্ত রেশনের ব্যবস্থাও নেই। আজ আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষথেকে তাদের পাশে থাকার চেষ্টা করছি। "