Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিষ্টার নিবেদিতা কালচারাল ফোরামের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ



৯ এপ্রিল'২০২০, কোচবিহার:
আজ সিষ্টার নিবেদিতা কালচারাল ফোরাম, দেবীবাড়ি, কোচবিহার এর পক্ষ থেকে দেবীবাড়ি সংলগ্ন দুঃস্থ পরিবারদের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করা হয়।

ফোরামের সদস্যরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে আজ দুঃস্থদের মধ্যে ত্রাণ বিলি করে।

ত্রাণ সামগ্রী বিতরণে ছিলেন   বনানী চক্রবর্তী, শিখা দাস, শিপ্রা সাহা, বনশ্রী চ্যাটার্জি প্রমুখরা।

বনানী চক্রবর্তী জানান- যতদিন লকডাউন জারি থাকবে আমরা এভাবেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকবো। 

Ad Code