Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা বিপর্যয়ে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করল ABVP


করোনা বিপর্যয়ে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করল ABVP

SER-10, ময়নাগুড়ি, ৯ এপ্রিল: করোনা বিপর্যয়ে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করল অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের  উদ্যোগে গতকাল ময়নাগুড়ি রোড, দোমহনি, বার্নিশ সহ ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু অঞ্চলের মোট ১৬৩ টি পরিবারের হাতে কিছু দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন, প্রাক্তন রাজ‍্য  SEC মেম্বার অমিত বসাক, ময়নাগুড়ি নগর সহ-সম্পাদক অলক রায় সহ এবিভিপির সকল কার্যকর্তা।

এবিভিপির ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় বলেন, 'পরিস্তিতির শিকার হয়ে যে সকল মানুষের আহায‍্য সংস্থান প্রশ্নের মুখে পড়েছে তাদের কিছুদিন চলার মতো চাল, ডাল, আলু,সাবান,তেল, লবন,মাস্ক,স‍্যানিটাইজার সহ খ‍াদ‍্য সামগ্রিক তুলে দেওয়া হয়। এবং তাদের আশ্বাস দেওয়া হয় আগামী দিনে আরও তাদের খাদ‍্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।' এবং সাথে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয়।

Ad Code