বাসন্তীরহাট শিশু মন্দিরের পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা, বাসন্তীরহাট: অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাসন্তীরহাট শিশু মন্দিরের পঞ্চম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি সমাজের সফল ও কৃতী সন্তানদের সম্মান জানানো হয়। প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ রক্ষিত জানান, এই এলাকারই ১০ জন যুবক, যারা বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে কঠোর অনুশীলন করে সম্প্রতি সিআরপিএফ (CRPF) পদে চাকরিতে যোগদান করেছেন, তাঁদের এই প্রতিযোগিতার মঞ্চ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় যাতে বর্তমান শিক্ষার্থীরা তাঁদের দেখে অনুপ্রাণিত হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট অতিথি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রদ্ধেয় শ্রী অনন্ত পন্ডিত, আচার্য রাজকৃষ্ণানন্দ অবধূত এবং সুমন রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন এশিয়ান ওপেন তাইকোয়ান্ডোতে স্বর্ণপদক বিজয়ী এবং কোচবিহারের গর্ব শ্রী বিশ্বজিৎ সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রক্ষিত উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমগ্র অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊