Latest News

6/recent/ticker-posts

Ad Code

সামাজিক দূরত্ব না মেনেই ভীর ময়নাগুড়ি বাজারে


করোনা মোকাবিলায় দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ২১ দিনের লক ডাউন চলছে। সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে করোনা সংক্রমণ রুখতে জারি হয়েছে বিভিন্ন নির্দেশিকা। বারবারই রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও বেশ কিছু এলাকায় সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মানুষ। 

এদিন, ময়নাগুড়ি বাজারে সিদ্ধার্থ ইন্ডেন সার্ভিসের সামনে গ্রাহকদের ভীর দেখা যায়। সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়েই গ্রহীতারা ভীর জমিয়েছে। এনিয়ে হেলদোল নেই প্রশাসনের বলেই দাবি স্থানীয়দের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

ইতিমধ্যেই ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এর মাঝেই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের নেতাদের বৈঠকে লক ডাউন বাড়ানোর ইঙ্গিত দেন। এমন পরিস্থিতিতে সাধারন মানুষকে করোনা সংক্রমণ রুখতে সরকারের সমস্ত পদক্ষেপকে মেনে নিয়ে চলা উচিত। এনিয়ে প্রশাসনকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছে এলাকার বিশিষ্ট জনেরা।




ছবি ও তথ্য:- রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়ি

Ad Code