করোনা ভাইরাসে জেরবার দেশ। ধুঁকছে অর্থনীতি। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে একদিকে চলছে লক ডাউন আবার অন্যদিকে চলছে জীবানুমুক্ত করার প্রক্রিয়াও। স্বাস্থ্য দপ্তরের কর্মী থেকে প্রশাসন সকলেই তৎপর ভূমিকায় করোনা যুদ্ধে জয়ী হতে। এর আগে দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে লক ডাউনের মাঝেই জীবানু মুক্ত করতে স্যানিটাইজ।
সারা দেশে চলছে করোনা মুক্তকরণের চেষ্টা l বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে বাইরের আবহাওয়ায় l তাই চেয়ার টেবিল থেকে শুরু করে বাড়ীর দেওয়ালেও বেঁচে থাকে এই ভাইরাস l সারা রাজ্যেও চলছে জীবাণু মুক্তকরণ, পিছিয়ে নেই দিনহাটা পৌরসভা ও মহকুমা হাসপাতাল l দিনহাটা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে পৌরসভা অফিস ও দিনহাটা মহকুমা হাসপাতালে জীবাণু মুক্তকরণ l স্যানিটাইজার্ দিয়ে সাবধানতা অবলম্বন করে চলছে জীবাণু মুক্তকরন l
পৌরসভার এই উদ্যোগে খুশি দিনহাটাবাসী। সাথে সাথে বিশেষজ্ঞ মহলও এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছে।
Social Plugin