SER-23, বাঁকুড়া, ৬এপ্রিল : দেশজুড়ে করোনা আতঙ্ক চরম অস্বস্তিতে ফেলেছে দেশবাসীকে । আতঙ্ক কাটাতে এবং করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্যসরকার যৌথভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে । সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাস্তায় রাস্তায় মাইক বাজিয়ে করোনা সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে সরকার ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও। একদিকে যখন জমায়েত না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলছে সরকার । অন্যদিকে তখন সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই বাঁকুড়ার বিভন্ন ব্যাঙ্কগুলিতে চলছে, টাকা তোলার লম্বা লাইন । সামাজিক দূরত্ব মানছেন না ব্যাঙ্কের গ্রাহকরা। দেখা নেই প্রশাসনের কর্তাদের । আজ এমনই ছবি দেখা গেল বাঁকুড়ার দুর্লভপুর এবং গঙ্গাজলঘাঁটিতে ।
দুর্লভপুর মোড় সংলগ্ন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা দুটিতে সামজিক দূরত্ব না মেনেই লাইনে দাঁড়াতে দেখা গেল গ্রাহকদের। পাশাপাশি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গঙ্গাজলঘাঁটি শাখাতে সামজিক দূরত্ব রক্ষাকে অগ্রাহ্য করেই প্রায় শতাধিক গ্রাহক টাকা তোলার লাইনে দাঁড়ায়। রয়েছে সিভিক ভোলেন্টিয়ার তারা অবশ্য ব্যাঙ্কের ভেতর যাতে ভীড় না সেদিকটি রক্ষা করছে ।
এ ছাড়াও প্রধানমন্ত্রী জনধন যোজনার টাকা তুলতে চরম জনসমাগম দেখা গেল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা কেশিয়াড়া বি.সি তে । এখানে নেই কোনো প্রশাসনিক কর্তারা । স্বভাবতই গ্রাহকেরা সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন ।
স্থানীয়রা গ্রাহকদের সচেতনতার অভাব এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।
Social Plugin