Latest News

6/recent/ticker-posts

Ad Code

Reliance Jio গ্রাহকদের প্রতিদিন 2 জিবি ফ্রি ডেটা দিচ্ছে, জেনে নিন নিয়ম


Reliance Jio গ্রাহকদের প্রতিদিন 2 জিবি ফ্রি ডেটা দিচ্ছে, জেনে নিন নিয়ম


লকডাউনের মাঝে আবার একবার মানুষের পাশে এগিয়ে এল মুকেশ আম্বানির Telecom সংস্থা Reliance Jio।  গ্রাহকের মোবাইলে যে ধরনের  প্ল্যানই অ্যাকটিভ থাকুক না কেন, নির্দিষ্ট প্ল্যানের ডেটা শেষ হলেই অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন Jio গ্রাহকরা। 

ইতিমধ্যেই Jio গ্রাহকরা অতিরিক্ত ডেটা পাওয়ার কথা জানিয়ে টুইট করেছেন। জানা গিয়েছে, ২ মে পর্যন্ত সারা দেশের নির্বাচিত গ্রাহকদের প্রতিদিন অতিরিক্ত ২ জিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

কী ভাবে পাওয়া যাচ্ছে এই অতিরিক্ত ডেটা?

জানা গিয়েছে, Jio গ্রাহকরা তাঁদের নির্দিষ্ট অ্যাকটিভ প্ল্যানের ডেটা শেষ হওয়ার পরই এই অতিরিক্ত ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাচ্ছে গ্রাহকেরা, এমনকি নিজের Plan ব্যাবহারের আগেই ব্যাবহৃত হচ্ছে Jio র দেওয়া ফ্রী ২জিবি Data। এর জন্য গ্রাহককে My Jio অ্যাপে গিয়ে ‘My Plans' বিভাগে ক্লিক করতে হবে। তার পর এই ‘My Plans' বিভাগে গিয়েই নিজের অতিরিক্ত ডেটা সংগ্রহ করতে পারবেন Jio গ্রাহকরা। আপনিও অতিরিক্ত ডেটা পেয়েছেন কী না, তা দেখে নিতে পারবেন My Jio অ্যাপের ‘My Plans' বিভাগ থেকে। মনে করা হচ্ছে, লকডাউনে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতেই এই অতিরিক্ত ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা।

Cooming Soon.....

Ad Code