Latest News

6/recent/ticker-posts

Ad Code

রমজান মাসে তারাবিহ ও ইফতার পার্টি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা


রমজান আগামী শনিবার নাকি রবিবার থেকে শুরু হবে তা জানা যাবে আজ শুক্রবার সন্ধ্যায়। এ জন্য বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজানে দেশের সব মসজিদে তারাবির নমাজ চালু থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে এতে ইমাম-সহ মোট ১২ জন অংশ নেবেন। অন্যান্যরা ঘরে বসেই নমাজ পাঠ করবেন। এ ছাড়া ইফতারের অনুষ্ঠানও করা যাবে না এ বছর।

শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সে ক্ষেত্রে শুক্রবার রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ পড়া শুরু হবে।

অর্থাৎ লকডাউন এর মধ্যে শুরু হতে চলেছে রমজান মাস। পবিত্র রমজান মাসে মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মাননীয়া টুইট বার্তায় বলেন,”সকলকে রমজান মোবারক। এই পবিত্র রমজান মাস যারা পালন করবেন, তারা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ভাইরাস মুক্ত সমাজ গড়ে তুলতে আমি অনুরোধ করছি। আপনারা ঘরে বসে থেকে প্রার্থনা করুন। আসুন আমরা সকলেই মহামারির বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞা নিই। সর্বশক্তিমানের ইচ্ছায় খারাপের বিরুদ্ধে অবশ্যই ভালোর জয় হবে।”

Ad Code