রাজস্ব বাড়াতে কর বাড়ানো হোক এমনি পরামর্শ দিয়েছিল দেশের বেশ কয়েকজন আইআরএস অফিসার। বিভিন্ন সূত্র মারফত সেই সুপারিশ ফাঁস হয়ে যাওয়ায় বেশ হইচই শুরু হয়ে গিয়েছে। আর তাই সংকটের এই সময়ে হইচই কমাতে আইআরএস কর্তাদের এমন সুপারিশে পাঠানোর এক্তিয়ার নেই। এই মর্মে জবাবদিহি করল কেন্দ্র। এই ধরনের কোনও সুপারিশ মন্ত্রক অধীনস্ত কোনও দফতরের থেকে চাওয়া হয়নি। এমনটাও স্পষ্ট করা হয়েছে। সাথে সাথে প্রোটোকলের বাইরে বেরিয়ে 'উশৃঙ্খল আচরণ' বলে সমালোচনা করেছে অর্থ মন্ত্রক। সিবিডিটি'র অধিকর্তাকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেছে সূত্রের খবর। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

ফোর্স নামে তৈরি করা সেই সুপারিশে ধনীদের আয়ের ওপর ৪০% কর বসানো, পাশাপাশি মহামারী সেস ধার্য করা সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।