শিশুদের মধ্যে দুধ ও বিস্কুট তুলে দিল বলাকা সংঘ
অশোকনগর কল্যানগর পৌরসভা এলাকার আশ্রাফাবাদে ২০ নং ওয়ার্ডে শিশুদের মধ্যে দুধ ও বিস্কুট তুলে দিল বলাকা সংঘ। কখনো বিশেষ ভাবে সক্ষম মানুষদের রান্না করা খাবার মুখে তুলে দিচ্ছে, আবার কখনো অসহায়ভাবে মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচী গ্রহন করেছে।
এবার তারা শিশুদের বিষয়ে নজর দেওয়ার কাজে এগিয়ে আসলো দুধ ও বিস্কুট প্রদান করে।বলাকা সংঘ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল জুনিয়র সদস্যরা।বলাকা সংঘ অন্যতম সদস্য রবিন সর্দার বলেন 'লক ডাউন হবার পর থেকে এই দুঃসময়ে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবসেবা করে চলেছি।যেকোন সংগঠনের কাজ বিপদের সময় সাধারণ মানুষের পাশে থাকা,আমরা তা করছি নিজেদের সামর্থ্য মত।'
Social Plugin