করোনা পরিসংখ্যান নিয়ে প্রথম থেকেই উঠছে প্রশ্ন। তথ্য কারচুপি করছেন মুখ্যমন্ত্রী! রাজ্যের মানুষের কাছে করোনা পরিস্থিতি নিয়ে আসল ছবিটা তুলে ধরা হচ্ছে না। এবার মমতা বন্দ্যোপায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 

বাবুল সুপ্রিয়- এর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার রাজ্যে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন তা লজ্জার। তিনি কেন্দ্রের কাছ থেকে সমস্ত রকম সাহায্য চাইছেন। পিপিই কিট চাইছেন। অর্থ সাহায্যের জন্য কেন্দ্রকে বলছেন। একই সঙ্গে আবার কেন্দ্র সরকারের নামে মিথ্যাও বলছেন।” 

রাজ্য বিজেপি তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও সংগঠিত হয়েছে। যে যার নিজের বাড়ি থেকেই এই কর্মসূচীতে যোগ দিয়েছেন। জীবন নিয়ে রাজনীতি, মহামারীতে প্রচার সর্বস্ব কাজ ও রেশন দুর্নীতির অভিযোগে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি নেতারা।

বিজেপি সাংসদ আরও বলেন, “যেখানে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে করোনার বিরুদ্ধে লড়ছেন, সেখানে পশ্চিমবঙ্গে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে।”